১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:০৮

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

বাগদান সম্পন্ন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

বাগদান সম্পন্ন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ১৫:৫৯

বিএনপির নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীতে এক ঘরোয়া ও পারিবারিক পরিবেশে এ বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বাগদানে ইশরাক হোসেন আংটি পরিয়ে দেন ব্যারিস্টার নুসরাত খানকে। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এবং টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

ইশরাক হোসেন হলেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রভাবশালী নেতা মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। পারিবারিক রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এই দুই পরিবারের নতুন বন্ধনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।

বাগদান অনুষ্ঠানটি একদমই ব্যক্তিগত ছিল এবং এতে কোনো রাজনৈতিক আনুষ্ঠানিকতা রাখা হয়নি বলে জানিয়েছেন দুই পরিবারের সদস্যরা। ইশরাকের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান বলেন, "দুই পরিবারের সম্মতিতে অত্যন্ত ঘরোয়া পরিবেশে এই শুভ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চাই।"

আরও পড়ুন