১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ১৭:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে শরৎ উৎসব ১৪৩২। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় এই আয়োজন করছে ঢাবি কর্তৃপক্ষ। শনিবার (১১ অক্টোবর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথমে শরৎ উৎসব পালনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে। কিন্তু তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ-ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায়, সেই অনুমতি বাতিল করেছে অনুষদ কর্তৃপক্ষ।
চারুকলা অনুষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পী সমাজ’ নামে একটি সংগঠন লিখিতভাবে অভিযোগ দেয়—সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজক কমিটিতে ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি রয়েছেন, যারা অতীতে বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগ খতিয়ে দেখতে শনিবার সকালে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর দেখা যায়, আয়োজকরা আবেদন করার সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পূর্বে দেওয়া অনুমতি বাতিল করে অনুষ্ঠানটি ঢাবির সরাসরি তত্ত্বাবধানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই দেশের ঋতুভিত্তিক সংস্কৃতিকে লালন করে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার শরৎ উৎসবটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের বকুলতলায় হবে এই আয়োজনে থাকছে সংগীত ও নৃত্য পরিবেশনা।
আরও পড়ুন
- ১ সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল খুনি, নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
- ২ উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল
- ৩ আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব আটক
- ৪ জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো
- ৫ ফিলিস্তিনি চিকিৎসক আবু সাফিয়াকে মুক্তি দিচ্ছে না ইসরাইল
- ৬ শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- ৭ ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর
- ৮ ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: দুলু
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৬ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৭ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৮ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ৯ লাগাম ছাড়া স্বর্ণের বাজার, আবারও ভরিতে বাড়ল ১,৪৬৯ টাকা
- ১০ ভাইরাল ‘কেক পট্টির’ বিদায় ঘণ্টা!