১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:০৮

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য

মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০১:০৭

চাঁদাবাজি ও অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা না পেরোতেই জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের পর পুলিশ দিনভর তার বিষয়ে নীরব থাকায় ‘গুমের’ গুজব ছড়িয়ে পড়ে। পরে আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে শেখ নাঈম আহমেদ নামে এক ট্রাভেল এজেন্ট গুলশান থানায় শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, শাওন ও তার সহযোগীরা তাকে অপহরণ করে সাড়ে ৩৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

অন্যদিকে, জামিনের পর শাওন দাবি করেছেন, পুরো ঘটনাটি সাজানো। তার মতে, মামলার বাদীই তার এক আত্মীয়ের কাছ থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন। সেই পাওনা টাকা চাইতে গেলে তাকে উল্টো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।

শাওন আরও জানান, বাদী ভুল বুঝতে পেরে আদালতে অনাপত্তি জানালে বিচারক তাকে জামিন দেন। তবে এ মামলায় গ্রেপ্তার হওয়া অন্য দুজন এখনো কারাগারে আছেন।

আরও পড়ুন