১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৫:৩৪

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

ফ্রান্সে রাজনৈতিক নাটক, পদত্যাগের ৪ দিন পরই ফের প্রধানমন্ত্রী লেকর্নু

ফ্রান্সে রাজনৈতিক নাটক, পদত্যাগের ৪ দিন পরই ফের প্রধানমন্ত্রী লেকর্নু

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০১:৩৪

ফ্রান্সে তীব্র রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এক নাটকীয় পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করার মাত্র চার দিনের মাথায় তাকেই আবারও একই পদে নিয়োগ দিয়েছেন তিনি। কৃচ্ছ্রসাধনমূলক বাজেট নিয়ে সৃষ্ট সংকট কাটাতে মাখোঁ কোনো নতুন মুখের ওপর আস্থা না রেখে পুরোনো সেনাপতির হাতেই তুলে দিলেন দায়িত্ব।

গত শুক্রবার (১০ অক্টোবর) এই নিয়োগের পরই ফ্রান্সজুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অতি-ডানপন্থী নেতা জর্দান বারদেলা এই সিদ্ধান্তকে ‘বাজে রসিকতা’ বলে অভিহিত করেছেন এবং নতুন সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের হুমকি দিয়েছেন। বামপন্থী দলগুলোও একে ‘ফরাসি জনগণের প্রতি অবজ্ঞা’ বলে আখ্যা দিয়েছে।

প্রেসিডেন্ট মাখোঁ গত বছর আগাম নির্বাচন দিলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন, যার ফলে ফ্রান্সে একটি ঝুলন্ত সংসদ তৈরি হয়। বাজেট পাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার বারবার বাধার সম্মুখীন হচ্ছে।

দায়িত্ব গ্রহণ করে লেকর্নু বলেছেন, তিনি ‘দায়িত্ব বোধ’ থেকে এই পদ গ্রহণ করেছেন এবং রাজনৈতিক সংকট অবসানের জন্য সবকিছু করবেন। তবে বিরোধীদের তীব্র নিন্দার মুখে তার এই প্রত্যাবর্তন কতটা সফল হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আরও পড়ুন