ফিলিস্তিনি চিকিৎসক আবু সাফিয়াকে মুক্তি দিচ্ছে না ইসরাইল

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ২০:০৪
আলোচিত ফিলিস্তিনি শিশু বিশেষজ্ঞ ডা. হুসাম আবু সাফিয়া এবং ফিল্ড হাসপাতালসমূহের পরিচালক ডা. মারওয়ান আল-হামসকে ইসরাইলি কারাগারে বন্দি করে রাখা হলেও, আসন্ন যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি মিলছে না।
হামাসের একটি সূত্রকে উদ্ধৃত করে সিএনএন এবং দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, আলোচনার তালিকায় এই দুই চিকিৎসকের নাম নেই।
ডা. আবু সাফিয়াকে ইসরাইলি সেনারা ২০২৪ সালের ডিসেম্বর মাসে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের ওপর অভিযানের সময় গ্রেপ্তার করে। ওই অভিযানে আরও প্রায় ২৪০ জনকে আটক করা হয়। ইসরাইলি পক্ষ দাবি করে, হাসপাতালটি হামাসের একটি “কমান্ড সেন্টার” হিসেবে ব্যবহৃত হচ্ছিল। যদিও এ দাবি অস্বীকার করেছে মানবাধিকার সংগঠন ও গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।
ডা. আবু সাফিয়া ছিলেন শিশুদের চিকিৎসায় নিবেদিত একজন পেশাদার, যিনি যুদ্ধের ভয়াবহতার মধ্যেও হাসপাতাল ছেড়ে যাননি। রোগীদের সেবা দিয়ে গেছেন গোলাবর্ষণ ও অবরোধ উপেক্ষা করে। তার এই সাহসিকতা ও মানবিকতা তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলে। এমনকি নেদারল্যান্ডসের চিকিৎসক সংগঠন (Doctors for Gaza in the Netherlands) তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল।
বিচার ছাড়াই আটক থাকা ডা. সাফিয়ার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। তার আইনজীবীর বরাতে জানা গেছে, বন্দিদশায় তার ওজন ৩০ কেজিরও বেশি কমে গেছে। এসডে তেইমান কারাগারে তাকে জিজ্ঞাসাবাদের নামে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, পরে ওফার কারাগারে রাখা হয় অস্বাস্থ্যকর পরিবেশে।
তিনি স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছেন, রয়েছে উচ্চ রক্তচাপ ও বোমার স্প্লিন্টার থেকে ত্বকে জটিলতা। বর্তমানে তাকে একাকী, নির্জন কক্ষে রাখা হয়েছে।
একাধিক মানবাধিকার সংস্থা ডা. আবু সাফিয়ার আটককে ‘নিষ্ঠুর ও অমানবিক’ বলে আখ্যায়িত করেছে। তারা বলছে, যুদ্ধের সময় যেসব চিকিৎসক জীবন বাজি রেখে নিরস্ত্র রোগীদের সেবা দিয়েছেন, তাদের এভাবে আটক রাখা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
ডা. মারওয়ান আল-হামস, যিনি গাজায় হামাস নিয়োগপ্রাপ্ত ফিল্ড হাসপাতালসমূহের পরিচালক ছিলেন, তাকেও চলতি বছরের জুলাই মাসে আটক করে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির বন্দিমুক্তি আলোচনায় তাকেও অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানায় হামাস।
আরও পড়ুন
- ১ উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল
- ২ আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব আটক
- ৩ জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো
- ৪ ফিলিস্তিনি চিকিৎসক আবু সাফিয়াকে মুক্তি দিচ্ছে না ইসরাইল
- ৫ শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- ৬ ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর
- ৭ ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: দুলু
- ৮ পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লংমার্চ
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৬ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৭ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৮ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ৯ লাগাম ছাড়া স্বর্ণের বাজার, আবারও ভরিতে বাড়ল ১,৪৬৯ টাকা
- ১০ ভাইরাল ‘কেক পট্টির’ বিদায় ঘণ্টা!