১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:০০

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী

শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ২০:০২

শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। তাই বলা হয়—শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়।” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে মোহাম্মদপুর-আদাবর সম্মিলিত শিক্ষক পরিষদ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ ড. এইচ এম ওয়ালিউল্লাহ, অধ্যক্ষ রহমত উল্লাহ, অধ্যাপক লিয়াকত আলী এবং হাজী ইউসুফ আহমেদ প্রমুখ।

কাদের গনি চৌধুরী বলেন, “ধণতান্ত্রিক এ সমাজে এখন আর জ্ঞানী-গুণীদের সভা-সমাবেশে ডাকা হয় না, ডাকা হয় কেবল ধনীদের। সবাই এখন টাকার পেছনে ঘোরে, অথচ শিক্ষা ছাড়া সভ্যতা গড়ে না, উন্নয়ন আসে না। আমরা যদি যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলে শিক্ষা খাতে অভাবনীয় উন্নয়ন সম্ভব।”

তিনি আরও বলেন, “পরিবারই প্রথম ও চিরন্তন বিদ্যালয়। সন্তান তার প্রাথমিক শিক্ষা পায় মায়ের কোল থেকে। আদর্শ মানুষ গঠনে একাডেমিক প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভ্যতা, ভদ্রতা, কৃতজ্ঞতা, পরোপকার—এসবের ভিত্তি গড়ে ওঠে পরিবারের মূল্যবোধ থেকে। কেবল একাডেমিক ডিগ্রি পেলেই মানুষ পরিপূর্ণ শিক্ষিত হয় না।”

কাদের গনি চৌধুরী জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের স্বল্পতা নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বছরের পর বছর ধরে জাতীয় বাজেটের মাত্র ১২ শতাংশের ঘরে ঘুরপাক খাচ্ছে শিক্ষা খাতের বরাদ্দ। অথচ ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী এই হার হওয়া উচিত কমপক্ষে ২০ শতাংশ, এবং জিডিপির ৪ থেকে ৬ শতাংশ। বাংলাদেশ এখনও সেখানে পৌঁছাতে পারেনি। বরং ভুটান, নেপাল, আফগানিস্তান, এমনকি পাকিস্তানের চেয়েও আমাদের শিক্ষা বাজেট কম।”

অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক প্রশিক্ষণও জরুরি। প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক ছাড়া যেমন শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, তেমনি মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই উন্নয়নও সম্ভব নয়।”

আরও পড়ুন