শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ২০:০২
শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। তাই বলা হয়—শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়।” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে মোহাম্মদপুর-আদাবর সম্মিলিত শিক্ষক পরিষদ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ ড. এইচ এম ওয়ালিউল্লাহ, অধ্যক্ষ রহমত উল্লাহ, অধ্যাপক লিয়াকত আলী এবং হাজী ইউসুফ আহমেদ প্রমুখ।
কাদের গনি চৌধুরী বলেন, “ধণতান্ত্রিক এ সমাজে এখন আর জ্ঞানী-গুণীদের সভা-সমাবেশে ডাকা হয় না, ডাকা হয় কেবল ধনীদের। সবাই এখন টাকার পেছনে ঘোরে, অথচ শিক্ষা ছাড়া সভ্যতা গড়ে না, উন্নয়ন আসে না। আমরা যদি যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলে শিক্ষা খাতে অভাবনীয় উন্নয়ন সম্ভব।”
তিনি আরও বলেন, “পরিবারই প্রথম ও চিরন্তন বিদ্যালয়। সন্তান তার প্রাথমিক শিক্ষা পায় মায়ের কোল থেকে। আদর্শ মানুষ গঠনে একাডেমিক প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভ্যতা, ভদ্রতা, কৃতজ্ঞতা, পরোপকার—এসবের ভিত্তি গড়ে ওঠে পরিবারের মূল্যবোধ থেকে। কেবল একাডেমিক ডিগ্রি পেলেই মানুষ পরিপূর্ণ শিক্ষিত হয় না।”
কাদের গনি চৌধুরী জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের স্বল্পতা নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বছরের পর বছর ধরে জাতীয় বাজেটের মাত্র ১২ শতাংশের ঘরে ঘুরপাক খাচ্ছে শিক্ষা খাতের বরাদ্দ। অথচ ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী এই হার হওয়া উচিত কমপক্ষে ২০ শতাংশ, এবং জিডিপির ৪ থেকে ৬ শতাংশ। বাংলাদেশ এখনও সেখানে পৌঁছাতে পারেনি। বরং ভুটান, নেপাল, আফগানিস্তান, এমনকি পাকিস্তানের চেয়েও আমাদের শিক্ষা বাজেট কম।”
অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক প্রশিক্ষণও জরুরি। প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক ছাড়া যেমন শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, তেমনি মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই উন্নয়নও সম্ভব নয়।”
আরও পড়ুন
- ১ উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল
- ২ আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব আটক
- ৩ জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো
- ৪ ফিলিস্তিনি চিকিৎসক আবু সাফিয়াকে মুক্তি দিচ্ছে না ইসরাইল
- ৫ শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- ৬ ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর
- ৭ ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: দুলু
- ৮ পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লংমার্চ
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৬ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৭ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৮ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ৯ লাগাম ছাড়া স্বর্ণের বাজার, আবারও ভরিতে বাড়ল ১,৪৬৯ টাকা
- ১০ ভাইরাল ‘কেক পট্টির’ বিদায় ঘণ্টা!