১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:০৩

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম

রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ১৭:০০

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলেও গণভোটের মাধ্যমে দেশের সংকট সমাধানের সুযোগ রয়েছে। তিনি মনে করেন, গণভোট নিয়ে সরকারের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের বিএফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রসি আয়োজিত ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে’ শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম বলেন, "জুলাই জাতীয় সনদকে সামনে রেখে দেশের রাজনৈতিক কাঠামোতে সংস্কার প্রয়োজন। দেশের মানুষ যাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়, সেজন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের পর যদি পরবর্তী সরকার তা বাস্তবায়ন না করে, তাহলে তাদের পরিণতিও হবে আগের স্বৈরাচারী সরকারের মতো।”

তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত নির্বাচন, রাজনৈতিক দলগুলোকে দুর্বৃত্তায়নের প্রভাব থেকে মুক্ত করা এবং একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর আগে ১৫ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘জুলাই সনদ’ স্বাক্ষরের কথা রয়েছে।

তিনি বলেন, “সনদ নিয়ে রাজনৈতিক বিভাজন থাকলে গণতন্ত্র বিপন্ন হবে, বিচার বাধাগ্রস্ত হবে এবং পরাজিত ফ্যাসিস্ট শক্তির ফিরে আসার আশঙ্কা থাকবে।” কিরণ বিভেদের রাজনীতি পরিহার করে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন