১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:১০

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো

জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ২১:৪৭

আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পূর্বঘোষিত ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হবে। সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনেই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সাংবাদিকদের জানান, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। এর তাৎপর্য জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সরাসরি অংশগ্রহণ করুক। সেই চিন্তা থেকেই শুক্রবারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বিকালবেলায়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এ অনুষ্ঠানে দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি, শ্রমিক নেতা, এবং সুশীল সমাজের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

কমিশনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে জুলাই সনদ স্বাক্ষরের দিন-তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৫ অক্টোবর, বুধবার। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা দুই দিন পেছানো হলো।

আরও পড়ুন