১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৫:৩৭

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

‘অমিতাভের সামনে দাঁড়ালেই সব ভুলে যেতাম’, রেখার স্মৃতিচারণে অমিতাভ

‘অমিতাভের সামনে দাঁড়ালেই সব ভুলে যেতাম’, রেখার স্মৃতিচারণে অমিতাভ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০১:২০

বলিউডের সবচেয়ে রহস্যময় প্রেমের গুঞ্জনগুলোর একটি অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক। যদিও তারা কেউই কখনও এই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে দশকের পর দশক ধরে এই আলোচনা চলমান। সম্প্রতি রেখার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে, যেখানে তিনি অমিতাভকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন।

প্রখ্যাত সঞ্চালক সিমি গারেওয়ালের অনুষ্ঠানে রেখা বলেন, “অমিতাভের সামনে দাঁড়ানো ছিল ভয়ংকর রকমের চাপের বিষয়। তার উপস্থিতি এবং ব্যক্তিত্বে আমি মুগ্ধ ছিলাম।”

স্মৃতিচারণা করে তিনি আরও বলেন, “একদিন শুটিংয়ের সময় এতটাই নার্ভাস ছিলাম যে নিজের সংলাপই ভুলে যাই।”

রেখা জানান, ১৯৭৬ সালের ‘দো আনজানে’ সিনেমায় অমিতাভের সঙ্গে কাজ করার পরই তার অভিনয় জীবন বদলে যায়। অমিতাভের নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখেই তিনি নিজের কাজের প্রতি নতুন করে মনোযোগী হন। রেখা বলেন, “অমিতাভ বচ্চনের মতো কাউকে আমি আগে দেখিনি। এত গুণ কীভাবে একজন মানুষের মধ্যে থাকতে পারে, তা আজও বুঝতে পারিনি।”

‘সিলসিলা’ ছবির পর এই জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি, যা তাদের সম্পর্ক নিয়ে কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন