১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:০৮

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল খুনি, নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল খুনি, নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০০:৫৯

খুলনার দিঘলিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর জিসান (৭) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকার একটি বাড়ির উঠান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী ফয়সাল শেখকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর বিকেল থেকে শিশু জিসান নিখোঁজ ছিল। তার বাবা দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে দেখা যায়, নিখোঁজ হওয়ার আগে জিসানকে শেষবার প্রতিবেশী ফয়সালের সঙ্গে দেখা গিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ির উঠানে পুঁতে রাখা স্থান থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

দিঘলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস বলেন, “গ্রেপ্তারকৃত ফয়সাল হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আরও পড়ুন