১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:০৩

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

পটুয়াখালীতে বাস-মিনিবাস সংঘর্ষে র‍্যাব সদস্য ও শিশু নিহত

পটুয়াখালীতে বাস-মিনিবাস সংঘর্ষে র‍্যাব সদস্য ও শিশু নিহত

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ১৭:০৯

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে র‍্যাব সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন র‍্যাব সদস্য এএসআই আব্দুল আলিম (৩৫), আরেকজন তাঁর সহকর্মীর ২ বছরের শিশু সন্তান প্রিয়ম।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর কয়েকজন সদস্য পরিবার নিয়ে একটি মিনিবাসে করে কুয়াকাটায় ভ্রমণে যাচ্ছিলেন। ফতুল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শিশু প্রিয়ম ঘটনাস্থলেই গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান র‍্যাব সদস্য আব্দুল আলিম।

পটুয়াখালী সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান জানান, “ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান চলছে।”

আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন