১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৯

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

কক্সবাজারে উদ্ধার লাশের পরিচয় মিলল, নেপথ্যে ২ বছরের করুণ কাহিনী

কক্সবাজারে উদ্ধার লাশের পরিচয় মিলল, নেপথ্যে ২ বছরের করুণ কাহিনী

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৮:৫৭

কক্সবাজার শহরের লিংক রোড এলাকা থেকে শুক্রবার (১০ অক্টোবর) সকালে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শাহজালাল (৪৫), তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা এবং গত দুই বছর ধরে নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, শাহজালাল মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে জীবন যাপন করছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও, মৃত্যুটিকে ‘রহস্যজনক’ বলে মনে করা হচ্ছে।

নিহতের ছোট ভাই মাযহারুল ইসলাম জানান, ২৩ বছর বয়সে এক মামলায় কারাগারে যাওয়ার পর শাহজালাল মানসিক ভারসাম্য হারান। আড়াই বছর আগে মুক্তি পেলেও তিনি সুস্থ হননি। দুই বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার পথে তিনি পালিয়ে যান।

তিনি আরও জানান, মাত্র সাত দিন আগে কক্সবাজারে শাহজালালকে এক পরিচিত ব্যক্তি দেখতে পান। খবর পেয়ে পরিবার যখন তাকে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর আসে।

পরিচয় শনাক্ত হলেও শাহজালালের মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন