১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৭

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

মেঘনায় মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২৪ জেলে আটক

মেঘনায় মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২৪ জেলে আটক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ১৬:৩৩

মা ইলিশ রক্ষা এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা অঞ্চলে কঠোর অভিযান পরিচালনা করেছে চাঁদপুরের নৌ পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে মেঘনা নদীতে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ২৪ জন জেলেকে আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়। এছাড়া চাঁদপুরের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি ও কোস্টগার্ডসহ নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যরাও অংশগ্রহণ করেন।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ জানান, অভিযানে চাঁদপুর নৌ থানায় ৫ মামলায় ২১ জন এবং হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে ২ মামলায় ৩ জনকে নৌকা ও জালসহ আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অনুযায়ী, ১২ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনায় মা ইলিশ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান অব্যাহত রাখছে।

আরও পড়ুন