১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:০৮

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ২১:৫০

অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ, কোনো কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।”

শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “এক বছর আগে দেশের মানুষ একটি দানবীয় সরকারকে সরিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করেছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ভালো মানুষ। তার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে।”

তবে তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনকে সামনে রেখে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে।”

মির্জা ফখরুল বলেন, “সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। বরং বিএনপি-ই বহু আগেই এ ধরনের সংস্কারের পথপ্রদর্শক ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া অবৈতনিক নারী শিক্ষা চালু করেছিলেন, আর এখন তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়ে পথ দেখাচ্ছেন।”

ভারতের প্রতি অভিযোগ তুলে ফখরুল বলেন, “ভারতের সীমান্তরক্ষীরা নির্বিচারে গুলি চালিয়ে আমাদের নাগরিকদের হত্যা করছে। তারা ফারাক্কার বাঁধ খুলে দিয়ে ক্ষতি করছে। আমরা এমন বন্ধুত্ব চাই না—যেখানে অসমতা ও অবিচার থাকবে। চাই সমানে সমান সম্পর্ক।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে গেছেন” — এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়।

ফখরুল বলেন, “ব্রিগেডিয়ার হান্নান শাহ ছিলেন একজন সাহসী সৈনিক, প্রকৃত দেশপ্রেমিক। ফখরুদ্দীন-মঈনুদ্দিন সরকারের সময় তিনি দলের পক্ষে সাহসী অবস্থান নিয়েছিলেন। ব্যক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থকে বড় করে দেখেছেন সব সময়।”

তিনি হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজকে বিএনপির পক্ষে কাপাসিয়ায় আসন্ন সংসদ নির্বাচনে সমর্থন জানান এবং তাকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন