১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৫:৩৫

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০১:২৭

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্ট চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল কোম্পানির আয়োজিত ওই কনসার্টে ব্যান্ড দল ‘আর্টসেল’ গান পরিবেশন করার কথা ছিল। কনসার্ট চলাকালে ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কনভেনশন সেন্টারের গেট ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ছোড়ার দৃশ্য দেখা যায়।

হাসপাতালে গুলিবিদ্ধ শরীফকে নিয়ে আসা ব্যক্তিরা জানান, পুলিশের গুলিতে ছাত্রদলের দুজন আহত হয়েছেন। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমও আহতদের দেখতে হাসপাতালে যান।

তবে খুলশী থানার ওসি শাহীনুর জামান জানান, ঠিক কী কারণে বা কার গুলিতে ওই তরুণ আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার তদন্ত চলছে এবং কনসার্ট আয়োজকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।

আরও পড়ুন