১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০০:৫৭

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

দুবাইয়ের লালগালিচায় কারিনার ‘কালো জাদু’, মুগ্ধ ফ্যাশন দুনিয়া

দুবাইয়ের লালগালিচায় কারিনার ‘কালো জাদু’, মুগ্ধ ফ্যাশন দুনিয়া

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৯:৩৮

দুবাইয়ের এক আয়োজনে লালগালিচায় পা রাখতেই সমস্ত আলো যেন কেড়ে নিলেন বলিউড কুইন কারিনা কাপুর খান। আয়ুর্বেদিক হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘ফ্যাবল অ্যান্ড মেইন’-এর প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে হাজির হয়েছিলেন তিনি। আর তার সেই লুক দেখে মুগ্ধ ফ্যাশন দুনিয়া।

অনুষ্ঠানে কারিনা পরেছিলেন ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রর ডিজাইন করা একটি কালো ভেলভেট গাউন, যা স্টাইল করেছিলেন রিয়া কাপুর। পোশাকটির মূল আকর্ষণ ছিল এর ‘আর্কিটেকচারাল’ হাতা, যা দেখতে অনেকটা ডানার মতো এবং স্বচ্ছ কাপড়ে তৈরি। মেঝে ছোঁয়া রাজকীয় গাউন আর সুইটহার্ট নেকলাইন কারিনার লুকে এক ‘গথিক’ আমেজ এনে দিয়েছিল।

ভারী পোশাকের সঙ্গে ভারসাম্য রাখতে গহনা ছিল একেবারেই সীমিত—শুধু কানে হীরের দুল আর হাতে আংটি। তবে তার সিগনেচার কাজলের টান আর খোলা চুলে বরাবরের মতোই অনবদ্য দেখাচ্ছিল বেবোকে। এই লুকের সঙ্গে তিনি পরেছিলেন ফরাসি ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর ক্লাসিক কালো হিল। সব মিলিয়ে তার এই উপস্থিতি রেড কার্পেটে এক নতুন রূপ তৈরি করেছে।

 

আরও পড়ুন