১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৪:০৩

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

সাতদিনে রেমিট্যান্স এলো ৮৪৪২ কোটি টাকা

সাতদিনে রেমিট্যান্স এলো ৮৪৪২ কোটি টাকা

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ২২:০৬

চলতি অক্টোবর মাসের প্রথম সাতদিনেই দেশে এসেছে ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে। ২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৭ অক্টোবর) মধ্যে মোট রেমিট্যান্স এসেছে ৮২৭ কোটি ৮০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪.৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭২২ কোটি ৫০ লাখ ডলার।

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। জুলাই ও আগস্টে ছিল যথাক্রমে ২৪৭ কোটি ৭৮ লাখ ও ২৪২ কোটি ১৯ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে—৩২৯ কোটি ডলার। ওই বছর মোট রেমিট্যান্স ছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের (২৩.৯১ বিলিয়ন ডলার) তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক এই বৃদ্ধিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা ডলার সংকট মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন