আবু ত্বহা আদনানকে নিয়ে মুখ খুললেন স্ত্রী সারাহ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ১৯:২৪
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান-এর ব্যক্তিগত জীবন নিয়ে ফের সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারাহ। শনিবার সকালে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি স্বামীর বিরুদ্ধে পরকীয়া, নারীদের সঙ্গে অবাধ মেলামেশা এবং তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
এর আগেও, চলতি মাসের ২ অক্টোবর রাতেও একই ধরনের একটি পোস্ট করে আলোচনার জন্ম দেন সারাহ। সে সময় আবু ত্বহা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মোবাইল ফোন হারিয়েছেন এবং বিভ্রান্তিকর কিছু ছড়ানো হয়েছে। পরে সারাহ সেই পোস্ট সরিয়ে নিয়ে ক্ষমাও চেয়েছিলেন। তবে আজকের পোস্টে তিনি পুনরায় অভিযোগ সামনে এনেছেন এবং দাবি করেছেন—সবকিছু জেনে ও বুঝেই এবার প্রকাশ্যে বলছেন।
❝এবারের অভিযোগ আরও সরাসরি❞
সারাহর অভিযোগ, আবু ত্বহা বর্তমানে একটি এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। ওই নারীর নাম উল্লেখ করে তিনি বলেন, “আমার বিছানায় বসে প্রেম করেন এক এয়ার হোস্টেস নারীর সঙ্গে... তিনি মাশাআল্লাহ! সেন্টারে কাজ আছে বলে রাত ৩টায় বাসায় আসেন, এসে বলেন প্রেমিকার সঙ্গে কথা বলেছেন।”
সারাহ জানান, ওই এয়ার হোস্টেসের নাম জারিন জেবিন এবং তিনি নাকি আবু ত্বহার কলেজজীবনের পুরোনো প্রেমিকা। বর্তমানে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ আকার ধারণ করেছে বলে দাবি করেন তিনি।
❝যিন্নুরাঈন সেন্টার নিয়ে বিস্ফোরক অভিযোগ❞
আবু ত্বহার পরিচালিত ‘যিন্নুরাঈন সেন্টার’-এর বিরুদ্ধেও মুখ খোলেন সারাহ। তিনি লেখেন, “এই প্রতিষ্ঠানটি মূলত নারীদের সঙ্গে একান্তে মিটিংয়ের কারখানা। কো-এডুকেশন, যেটার বিরুদ্ধে তিনি মুখে বলেন, তাঁর প্রতিষ্ঠানেই চলছে নারী-পুরুষের অবাধ মেলামেশা। বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সঙ্গে সরাসরি বসা, আলোচনা, এবং ‘বেটার থেকে বেস্ট’ কাউকে খুঁজে নেওয়ার আয়োজন।”
❝আরও এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ❞
সারাহ আরও অভিযোগ করেন, জারিন জেবিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগে আবু ত্বহা রংপুরের এক আলেমা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওমরাহ প্রতিযোগিতার একজন শিক্ষার্থী ছিলেন ওই নারী। আবু ত্বহা নাকি তাঁর পরিবারকে সরাসরি প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি ভেঙে দেন।
তিনি বলেন, “উস্তাদ বলেছিলেন, তাকেই (আলেমা মেয়ে) বিয়ে করবেন। কিন্তু পরে যখন এয়ার হোস্টেসকে পেলেন, তখন সেই মেয়েকে অজুহাত দেখিয়ে পেছনে ফেলেছেন।”
আবু ত্বহার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া নেই
আবু ত্বহা মোহাম্মদ আদনান বা তাঁর ঘনিষ্ঠ কোনো সূত্র থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার আগের বক্তব্যে তিনি সব অভিযোগকে ভিত্তিহীন বলেছিলেন।
আরও পড়ুন
- ১ উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল
- ২ আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব আটক
- ৩ জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো
- ৪ ফিলিস্তিনি চিকিৎসক আবু সাফিয়াকে মুক্তি দিচ্ছে না ইসরাইল
- ৫ শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- ৬ ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর
- ৭ ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: দুলু
- ৮ পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লংমার্চ
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৬ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৭ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৮ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ৯ লাগাম ছাড়া স্বর্ণের বাজার, আবারও ভরিতে বাড়ল ১,৪৬৯ টাকা
- ১০ ভাইরাল ‘কেক পট্টির’ বিদায় ঘণ্টা!