১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৬:১৩

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

চাঁদাবাজি মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

চাঁদাবাজি মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ২১:৫৪

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সুমন চাকমা নামের আরও এক আসামিকেও একই মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাঙ্গামাটির বিশেষ জজ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা জজ তাওহিদুর হক এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩০ অক্টোবর রাঙ্গামাটির লংগদু উপজেলায় চাঁদাবাজির একটি ঘটনায় মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। লংগদু থানার ভাইবোনছড়া এলাকায় খুন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওই সময় এএসআই মো. শরীফুল ইসলাম বাদী হয়ে লংগদু থানায় মামলা নং-৫, জি আর নং-৩৬৯/২০০৭ নম্বরে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। তৃতীয় আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়েছে।

মাইকেল চাকমার বিরুদ্ধে আরও ১১টি মামলা চলমান রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। তিনি ইউপিডিএফ-এর একজন সক্রিয় রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে মাইকেল চাকমা নিখোঁজ হন বলে অভিযোগ ওঠে। নিখোঁজ থাকার ৫ বছর পর ২০২4 সালে তিনি ফের প্রকাশ্যে আসেন। তিনি দাবি করেন, তাকে এই সময়টায় ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল।

আরও পড়ুন