চাঁদাবাজি মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ২১:৫৪
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সুমন চাকমা নামের আরও এক আসামিকেও একই মেয়াদের সাজা দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাঙ্গামাটির বিশেষ জজ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা জজ তাওহিদুর হক এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩০ অক্টোবর রাঙ্গামাটির লংগদু উপজেলায় চাঁদাবাজির একটি ঘটনায় মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। লংগদু থানার ভাইবোনছড়া এলাকায় খুন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওই সময় এএসআই মো. শরীফুল ইসলাম বাদী হয়ে লংগদু থানায় মামলা নং-৫, জি আর নং-৩৬৯/২০০৭ নম্বরে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। তৃতীয় আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়েছে।
মাইকেল চাকমার বিরুদ্ধে আরও ১১টি মামলা চলমান রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। তিনি ইউপিডিএফ-এর একজন সক্রিয় রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে মাইকেল চাকমা নিখোঁজ হন বলে অভিযোগ ওঠে। নিখোঁজ থাকার ৫ বছর পর ২০২4 সালে তিনি ফের প্রকাশ্যে আসেন। তিনি দাবি করেন, তাকে এই সময়টায় ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল।
আরও পড়ুন
- ১ ‘প্রতিশোধ’ নিতে ছুটল তালেবান! পাকিস্তান-আফগানিস্তান কি যুদ্ধে জড়াচ্ছে?
- ২ রাশিয়া-চীনকে পাশে বসিয়ে ‘সবচেয়ে শক্তিশালী’ পারমাণবিক মিসাইল দেখাল উত্তর কোরিয়া
- ৩ ফ্রান্সে রাজনৈতিক নাটক, পদত্যাগের ৪ দিন পরই ফের প্রধানমন্ত্রী লেকর্নু
- ৪ কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
- ৫ ‘অমিতাভের সামনে দাঁড়ালেই সব ভুলে যেতাম’, রেখার স্মৃতিচারণে অমিতাভ
- ৬ মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য
- ৭ সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল খুনি, নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
- ৮ উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৬ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৭ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৮ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ৯ লাগাম ছাড়া স্বর্ণের বাজার, আবারও ভরিতে বাড়ল ১,৪৬৯ টাকা
- ১০ ভাইরাল ‘কেক পট্টির’ বিদায় ঘণ্টা!