১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৫:৫৮

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

ছয় লাশ পোড়ানো মামলায় ১৪তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

ছয় লাশ পোড়ানো মামলায় ১৪তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ১৬:৩৪

আশুলিয়ায় চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া।

তাকে জেরা করেন পলাতক ও উপস্থিত আসামিদের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৫ অক্টোবর নির্ধারণ করেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন সাইমুম রেজা তালুকদার ও আবদুস সোবহান তরফদার।

এই মামলায় গ্রেপ্তার আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেছেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেছেন, যদিও তার রাজসাক্ষী হওয়ার আবেদনে এখনো ট্রাইব্যুনালের কোনো আদেশ হয়নি।

এর আগে, ২ জুলাই এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, যাদের মধ্যে রয়েছেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

উল্লেখ্য, ৫ আগস্ট আশুলিয়ায় আন্দোলনের সময় ছয় তরুণকে গুলি করে হত্যার পর, তাদের মরদেহ পুলিশ ভ্যানে আগুনে পোড়ানোর অভিযোগ ওঠে। এক মরদেহে জীবিত অবস্থায় আগুন দেওয়ার অভিযোগও প্রসিকিউশন তুলে ধরে।

নৃশংস এই ঘটনার প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন