১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৩৮

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

দেশে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক খুচরা চেইন শপ আলফামার্ট

দেশে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক খুচরা চেইন শপ আলফামার্ট

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ২১:৪২

আন্তর্জাতিক খুচরা চেইন শপ আলফামার্ট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড নামে চালু হওয়া এই নতুন উদ্যোগে রয়েছে ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগ, যার স্থানীয় অংশীদার কাজী ফার্মস গ্রুপ।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬১০ কোটি টাকা) এবং দ্বিতীয় ধাপে ৭ কোটি ডলারসহ মোট ১২ কোটি ডলার (১,৪৬৪ কোটি টাকা) বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে ব্যবহার হবে সর্বাধুনিক রিটেইল প্রযুক্তি এবং তৈরি হবে নতুন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যা স্থানীয় ভোগ্যপণ্য বাজারজাতকরণে সহায়ক হবে।

কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান জানান, “এই প্রকল্পে আমরা নারীদের অংশগ্রহণ বাড়াতে চাই। রিটেইল স্টোরগুলোর অন্তত ৪০ শতাংশ কর্মী নারী হবেন বলে আমরা আশাবাদী।”

ইন্দোনেশিয়ার আলফামার্ট গ্রুপের চেয়ারম্যান বুদিয়ান্ত জোকো সুশান্ত বলেন, “বাংলাদেশে রিটেইল উদ্যোক্তাদের সম্ভাবনা ব্যাপক। কাজী ফার্মসের মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে আমরা আশাবাদী।”

এছাড়া জাপানের মিতসুবিশি করপোরেশনের প্রতিনিধি হিরোশি ওয়েগাক আশা প্রকাশ করেন, “তিন দেশের অভিজ্ঞতায় গড়ে উঠা এ যৌথ উদ্যোগ এক নতুন ব্যবসায়িক দিগন্ত তৈরি করবে।”

আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৩০ হাজার এবং মিতসুবিশি অংশীদাররা জাপান-ইন্দোনেশিয়ায় ১৭ হাজার স্টোর পরিচালনা করছে। এবার বাংলাদেশেও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা খুচরা বাজারে প্রবেশ করছে।

আরও পড়ুন