‘শিশু নোবেলের’ জন্য মনোনয়ন পেল জামালপুরের তিন কিশোর-কিশোরী

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২৩:৪৩
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন থেকে দেওয়া ‘শিশু নোবেল’ খ্যাত পুরস্কারের জন্য বাংলাদেশের জামালপুর জেলার তিন কিশোর-কিশোরী মনোনীত হয়েছেন। তারা হলেন—মাদারগঞ্জ উপজেলার কারিমা ফেরদৌসী কেকা (১৭), কাশফিয়া জান্নাত কুহু (১৪) এবং বকশীগঞ্জ উপজেলার আব্দুল্লাহ আল শিহাব (১৭)। শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা এবং সামাজিক সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ স্বীকৃতির জন্য তাদের নাম উঠে এসেছে।
জানা গেছে, কারিমা ফেরদৌসী কেকা ও কাশফিয়া জান্নাত কুহু মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মোমেনাবাদ এলাকার কাইউম হিলালী মাইকেল ও শিউলী খাতুন দম্পতির কন্যা। বড় বোন কেকা বর্তমানে ঢাকায় একটি কলেজে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। ছোটবোন কুহু মাদারগঞ্জের রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজনেই ছোটবেলা থেকেই সমাজ পরিবর্তনের কাজে জড়িত। বিশেষ করে বাল্যবিয়ে বন্ধ, নারী-পুরুষ সমতা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।
এদিকে, আব্দুল্লাহ আল শিহাব বকশীগঞ্জ উপজেলার মির্ধাপাড়া এলাকার আলতাব হোসেন ও কহুলা বেগম দম্পতির ছেলে। ২০২৩ সালে এসএসসি পাস করে বর্তমানে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে পড়ছে সে। শিহাব বাল্যবিবাহ, শিশুশ্রম, লিঙ্গ বৈষম্য ও শিশু সুরক্ষা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। তার নেতৃত্বে স্থানীয় স্কুল ও শিক্ষার্থীদের নিয়ে তৈরি হয়েছে একটি সচেতনতামূলক সংগঠনও।
মনোনয়নের বিষয়টি জানার পর অভিভাবকরা যেমন আনন্দিত, তেমনি কেকা, কুহু ও শিহাবও এই অর্জনকে তাদের ভবিষ্যৎ কাজের প্রেরণা হিসেবে দেখছেন। কেকা বলেন, “নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন সম্ভব নয়। শিশুকালেই বিয়ে হলে মেয়েরা স্বপ্নপূরণ থেকে বঞ্চিত হয়।” কুহু জানায়, “মনোনয়নের খবর শুনে অবাক ও আনন্দিত হয়েছি। এটা আমাদের জন্য গর্বের।”
শিহাব বলেন, “শিশুদের সুরক্ষা কেবল সরকারের কাজ নয়, আমাদের সবার দায়িত্ব। আমি ও আমার বন্ধুরা এই বিষয়ে কাজ করছি। এই মনোনয়ন আমাদের কাজের স্বীকৃতি।”
এদিকে, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ মনোনয়নকে বড় অর্জন বলে উল্লেখ করে জানান, আনুষ্ঠানিক কোনো বার্তা এখনও প্রশাসনের কাছে না এলেও স্থানীয়ভাবে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, কিডসরাইটস ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে বিশ্বব্যাপী শিশু অধিকার, শান্তি ও মানবিক পরিবর্তনে অবদান রাখা কিশোর-কিশোরীদের ‘International Children’s Peace Prize’ পুরস্কার দিয়ে আসছে। প্রতিবছর বিশ্বের দুই শতাধিক তরুণকে মনোনয়ন দেওয়া হয়, সেখান থেকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয় ডিসেম্বরে।
বাংলাদেশের এই তিন কিশোর-কিশোরীর মনোনয়ন দেশবাসীর জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণাও বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- ১ গাড়ি কেনার ৩০০ কোটি টাকা আছে, শিক্ষকদের টাকা নেই? সরকারকে ধুয়ে দিলেন সামান্তা
- ২ ইউরোপকে ‘না’, আমেরিকাকে ‘শর্তসাপেক্ষে হ্যাঁ’!
- ৩ এনসিপি'র নিশানায় এবার রিজওয়ানা হাসান!
- ৪ ফেসবুকে এসে কীসের ব্যাখ্যা দিলেন সারজিস?
- ৫ পাকিস্তান-আফগানিস্তান -পাল্টা দাবিতে নতুন উত্তেজনা!
- ৬ ‘শিশু নোবেলের’ জন্য মনোনয়ন পেল জামালপুরের তিন কিশোর-কিশোরী
- ৭ চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে, ডিসেম্বরেই চুক্তি
- ৮ আবুধাবিতে মসজিদ ভ্রমণে জুতার ট্রল, জবাব দিলেন সোনাক্ষী সিনহা
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৬ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৭ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৮ বিভাগ আন্দোলন নিয়ে এবার কুমিল্লা-নোয়াখালী মুখোমুখি!
- ৯ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ১০ নওগাঁয় ফসলি জমি গিলে খাচ্ছে পুকুর