১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০০:৫৯

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি ব্লেড সজিব গ্রেফতার

সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি ব্লেড সজিব গ্রেফতার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:৫১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার কুখ্যাত সন্ত্রাসী সজিব মিয়া ওরফে ব্লেড সজিবকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। তার বিরুদ্ধে গণধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ একাধিক গুরুতর অপরাধে ১০টি মামলা রয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব সদস্যরা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

রোববার দুপুরে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশন অফিসার) মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারের সময় সজিবের কাছ থেকে একটি ছুরি, একটি সুইচগিয়ার, একটি লেজার লাইট ও একটি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার এক নারী তার দেবরকে সঙ্গে নিয়ে সোনারগাঁয়ে বোনকে দেখতে আসেন। ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় সজিব ও তার ৬-৭ সহযোগী সিএনজির গতিরোধ করে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।

পরে ভুক্তভোগী নারী ও তার দেবরকে দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে গিয়ে মারধর, ছিনতাই এবং নারীকে পৃথক কক্ষে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করা হয়। পরদিন ভুক্তভোগী সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর থেকে সজিব ও তার সহযোগীরা পলাতক ছিল।

র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সজিবের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত সজিব মিয়া ওরফে ব্লেড সজিব (২২), পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার শহিদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ১০টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরেই এলাকায় ভয়ভীতি, অস্ত্রের মহড়া ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান খান বলেন, “র‌্যাবের সহযোগিতায় ব্লেড সজিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গণধর্ষণ, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”

আরও পড়ুন