সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি ব্লেড সজিব গ্রেফতার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:৫১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার কুখ্যাত সন্ত্রাসী সজিব মিয়া ওরফে ব্লেড সজিবকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। তার বিরুদ্ধে গণধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ একাধিক গুরুতর অপরাধে ১০টি মামলা রয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে র্যাব সদস্যরা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রোববার দুপুরে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশন অফিসার) মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারের সময় সজিবের কাছ থেকে একটি ছুরি, একটি সুইচগিয়ার, একটি লেজার লাইট ও একটি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার এক নারী তার দেবরকে সঙ্গে নিয়ে সোনারগাঁয়ে বোনকে দেখতে আসেন। ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় সজিব ও তার ৬-৭ সহযোগী সিএনজির গতিরোধ করে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।
পরে ভুক্তভোগী নারী ও তার দেবরকে দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে গিয়ে মারধর, ছিনতাই এবং নারীকে পৃথক কক্ষে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করা হয়। পরদিন ভুক্তভোগী সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর থেকে সজিব ও তার সহযোগীরা পলাতক ছিল।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সজিবের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত সজিব মিয়া ওরফে ব্লেড সজিব (২২), পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার শহিদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ১০টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরেই এলাকায় ভয়ভীতি, অস্ত্রের মহড়া ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান খান বলেন, “র্যাবের সহযোগিতায় ব্লেড সজিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গণধর্ষণ, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”
আরও পড়ুন
- ১ ইউরোপকে ‘না’, আমেরিকাকে ‘শর্তসাপেক্ষে হ্যাঁ’!
- ২ এনসিপি'র নিশানায় এবার রিজওয়ানা হাসান!
- ৩ ফেসবুকে এসে কীসের ব্যাখ্যা দিলেন সারজিস?
- ৪ পাকিস্তান-আফগানিস্তান -পাল্টা দাবিতে নতুন উত্তেজনা!
- ৫ ‘শিশু নোবেলের’ জন্য মনোনয়ন পেল জামালপুরের তিন কিশোর-কিশোরী
- ৬ চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে, ডিসেম্বরেই চুক্তি
- ৭ আবুধাবিতে মসজিদ ভ্রমণে জুতার ট্রল, জবাব দিলেন সোনাক্ষী সিনহা
- ৮ দিল্লিতে এবার নারীদের নিয়েই সংবাদ সম্মেলন করলেন আফগান মন্ত্রী
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৬ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৭ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৮ বিভাগ আন্দোলন নিয়ে এবার কুমিল্লা-নোয়াখালী মুখোমুখি!
- ৯ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ১০ নওগাঁয় ফসলি জমি গিলে খাচ্ছে পুকুর