শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:৩৮
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। রোববার দিবাগত রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
এ ছাড়া সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, "রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান চলবে। সরকারের পক্ষ থেকে যদি নির্দিষ্ট কোনো আশ্বাস আসে বা নতুন কোনো সিদ্ধান্ত হয়, আমরা তা বিবেচনা করব।"
বর্তমানে দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মাসে মাত্র এক হাজার টাকা হারে বাড়িভাড়া ভাতা পাচ্ছেন। তারা দীর্ঘদিন ধরে এই ভাতা মূল বেতনের ২০ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন। তবে ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করলে, শিক্ষক সমাজ তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করে।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এক দফা বৈঠক হলেও শিক্ষকরা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়নি।
দুপুর ১টা ৫০ মিনিটে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। এতে অন্তত তিনজন শিক্ষক গুরুতর আহত হন এবং ছয়জন শিক্ষককে আটক করে পুলিশ। তাদের পরে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।
আটক ও পরে মুক্তিপ্রাপ্ত শিক্ষকরা হলেন: আনোয়ার হোসেন (নাগপুর, টাঙ্গাইল),আজাদ হোসেন মিরাজ (লক্ষ্মীপুর সদর),ইউসুফ আলী (পাবনা সদর),রেজাউল করিম (মুলাদী, বরিশাল),নেওয়াজ মোরশেদ (চাঁদপুর সদর),মামুন মিজি (যাত্রাবাড়ী, ঢাকা)।
পুলিশি অভিযান ও ধাওয়ার পর আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরিয়ে যান। তবে শিক্ষকদের একটি অংশ প্রেস ক্লাব এলাকাতেই অবস্থান চালিয়ে যায়। অবস্থানস্থল নিয়ে কিছু বিভক্তি থাকলেও, সবার দাবি একটাই— ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন।
আরও পড়ুন
- ১ এনসিপি'র নিশানায় এবার রিজওয়ানা হাসান!
- ২ ফেসবুকে এসে কীসের ব্যাখ্যা দিলেন সারজিস?
- ৩ পাকিস্তান-আফগানিস্তান -পাল্টা দাবিতে নতুন উত্তেজনা!
- ৪ ‘শিশু নোবেলের’ জন্য মনোনয়ন পেল জামালপুরের তিন কিশোর-কিশোরী
- ৫ চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে, ডিসেম্বরেই চুক্তি
- ৬ আবুধাবিতে মসজিদ ভ্রমণে জুতার ট্রল, জবাব দিলেন সোনাক্ষী সিনহা
- ৭ দিল্লিতে এবার নারীদের নিয়েই সংবাদ সম্মেলন করলেন আফগান মন্ত্রী
- ৮ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৬ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৭ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৮ বিভাগ আন্দোলন নিয়ে এবার কুমিল্লা-নোয়াখালী মুখোমুখি!
- ৯ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ১০ লাগাম ছাড়া স্বর্ণের বাজার, আবারও ভরিতে বাড়ল ১,৪৬৯ টাকা