১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০০:৫২

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:৩৮

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। রোববার দিবাগত রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

এ ছাড়া সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, "রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান চলবে। সরকারের পক্ষ থেকে যদি নির্দিষ্ট কোনো আশ্বাস আসে বা নতুন কোনো সিদ্ধান্ত হয়, আমরা তা বিবেচনা করব।"

বর্তমানে দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মাসে মাত্র এক হাজার টাকা হারে বাড়িভাড়া ভাতা পাচ্ছেন। তারা দীর্ঘদিন ধরে এই ভাতা মূল বেতনের ২০ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন। তবে ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করলে, শিক্ষক সমাজ তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করে।

এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এক দফা বৈঠক হলেও শিক্ষকরা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়নি।

দুপুর ১টা ৫০ মিনিটে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। এতে অন্তত তিনজন শিক্ষক গুরুতর আহত হন এবং ছয়জন শিক্ষককে আটক করে পুলিশ। তাদের পরে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।

আটক ও পরে মুক্তিপ্রাপ্ত শিক্ষকরা হলেন: আনোয়ার হোসেন (নাগপুর, টাঙ্গাইল),আজাদ হোসেন মিরাজ (লক্ষ্মীপুর সদর),ইউসুফ আলী (পাবনা সদর),রেজাউল করিম (মুলাদী, বরিশাল),নেওয়াজ মোরশেদ (চাঁদপুর সদর),মামুন মিজি (যাত্রাবাড়ী, ঢাকা)। 

পুলিশি অভিযান ও ধাওয়ার পর আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরিয়ে যান। তবে শিক্ষকদের একটি অংশ প্রেস ক্লাব এলাকাতেই অবস্থান চালিয়ে যায়। অবস্থানস্থল নিয়ে কিছু বিভক্তি থাকলেও, সবার দাবি একটাই— ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন।

আরও পড়ুন