১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০১:৫৪

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে, ডিসেম্বরেই চুক্তি

চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে, ডিসেম্বরেই চুক্তি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২৩:৪২

চট্টগ্রাম বন্দরের দুটি প্রধান কনটেইনার টার্মিনাল—লালদিয়া ও নিউমুরিং (এনসিটি)—বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সঙ্গে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালও বিদেশি ব্যবস্থাপনায় ছাড়া হবে। ২৫ থেকে ৩০ বছর মেয়াদী এই চুক্তিগুলো আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ।

রোববার (১২ অক্টোবর) ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

নৌ-সচিব বন্দরের বর্তমান অদক্ষতার তীব্র সমালোচনা করে বলেন, “বন্দরের ১৩টি গেটের মধ্যে স্ক্যানার আছে মাত্র ৬টি, যার মধ্যে ৩-৪টিই নষ্ট থাকে। এভাবে বন্দর চলতে পারে না।”

তিনি বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং ২০৩০ সালের মধ্যে ৫.৩৬ মিলিয়ন কন্টেইনার ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিদেশি অপারেটর নিয়োগের কোনো বিকল্প নেই। ভারত ও শ্রীলঙ্কার মতো দেশেও বিদেশি অপারেটররা বন্দর পরিচালনা করছে বলে তিনি উদাহরণ দেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে বন্দরের কার্যক্রমে গতি আসবে এবং বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা করছে সরকার।

 

আরও পড়ুন