১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০০:৫৬

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:১৮

‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এ যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

এর আগে, ড. ইউনূস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। একই সঙ্গে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বজুড়ে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ফোরামের কার্যক্রম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

ড. ইউনূসের ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন