১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৪:১৬

শিরোনাম ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo ঐতিহাসিক সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর, কিন্তু টেবিলে কি আসবে সব দল? Logo রায়ের দোরগোড়ায় শেখ হাসিনা, আজ থেকে শুরু যুক্তিতর্ক উপস্থাপন Logo বাড়ছে ক্ষোভ, ফুঁসছেন শিক্ষকরা! দাবি না মানলে দেশজুড়ে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Logo অবশেষে জনপ্রশাসনে নতুন সচিব, দায়িত্বে এহসানুল হক Logo

বিভাগ আন্দোলন নিয়ে এবার কুমিল্লা-নোয়াখালী মুখোমুখি!

বিভাগ আন্দোলন নিয়ে এবার কুমিল্লা-নোয়াখালী মুখোমুখি!

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১০:৫৪

‘নোয়াখালী বিভাগ চাই’—এই দাবিতে ঢাকায় আন্দোলন শেষে ফেরার পথে কুমিল্লার স্থানীয় জনতার বাধার মুখে পড়েছেন আন্দোলনকারীরা। কুমিল্লাকে নিয়ে ‘কটূক্তি’ করে স্লোগান দেওয়ায় তাদের বহনকারী বাসটি আটকে দেয় উত্তেজিত জনতা।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

জানা যায়, নোয়াখালীগামী বাসটি পদুয়ার বাজার এলাকা অতিক্রম করার সময় ভেতর থেকে কুমিল্লা বিভাগ নিয়ে বিদ্রূপাত্মক স্লোগান দেওয়া হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটি আটকে দেয়। এর ফলে সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২০ মিনিট পর আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা হলে বাসটিকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন