১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৪:২০

শিরোনাম ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo ঐতিহাসিক সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর, কিন্তু টেবিলে কি আসবে সব দল? Logo রায়ের দোরগোড়ায় শেখ হাসিনা, আজ থেকে শুরু যুক্তিতর্ক উপস্থাপন Logo বাড়ছে ক্ষোভ, ফুঁসছেন শিক্ষকরা! দাবি না মানলে দেশজুড়ে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Logo অবশেষে জনপ্রশাসনে নতুন সচিব, দায়িত্বে এহসানুল হক Logo

বাড়ছে ক্ষোভ, ফুঁসছেন শিক্ষকরা! দাবি না মানলে দেশজুড়ে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি

বাড়ছে ক্ষোভ, ফুঁসছেন শিক্ষকরা! দাবি না মানলে দেশজুড়ে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১০:৪৪

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং নতুন দাবি আদায়ের লক্ষ্যে তারা আজ রোববার (১২ অক্টোবর) থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

আন্দোলনকারী নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আজকের কর্মসূচি থেকেই সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে, যা শিক্ষাব্যবস্থাকে স্থবির করে দিতে পারে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকার যে ৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়েছে, তা শিক্ষকদের সঙ্গে একপ্রকার পরিহাস। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।”

তাদের মূল দাবি হলো—বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা এবং চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সারাদেশ থেকে ঢাকায় সমবেত হওয়া হাজার হাজার শিক্ষক-কর্মচারী।

আরও পড়ুন