১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৪:১৬

শিরোনাম ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo ঐতিহাসিক সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর, কিন্তু টেবিলে কি আসবে সব দল? Logo রায়ের দোরগোড়ায় শেখ হাসিনা, আজ থেকে শুরু যুক্তিতর্ক উপস্থাপন Logo বাড়ছে ক্ষোভ, ফুঁসছেন শিক্ষকরা! দাবি না মানলে দেশজুড়ে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Logo অবশেষে জনপ্রশাসনে নতুন সচিব, দায়িত্বে এহসানুল হক Logo

ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে

ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১২:০৮

সামাজিক যোগাযোগমাধ্যমে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে খবর ছড়িয়ে পড়েছে, তাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব’ বলে প্রত্যাখ্যান করেছে সরকার। একই সঙ্গে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।”

প্রেস সচিব আরও বলেন, “এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে।” জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার জন্যও তিনি আহ্বান জানান।

শফিকুল আলম আরও স্পষ্ট করেন, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং সংস্থাটির সীমান্তবর্তী ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রমকে আরও জোরদার করার জন্য সরকার সংস্কারমূলক পদক্ষেপের কথা বিবেচনা করছে।

 

আরও পড়ুন