১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৪:১৩

শিরোনাম ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo ঐতিহাসিক সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর, কিন্তু টেবিলে কি আসবে সব দল? Logo রায়ের দোরগোড়ায় শেখ হাসিনা, আজ থেকে শুরু যুক্তিতর্ক উপস্থাপন Logo বাড়ছে ক্ষোভ, ফুঁসছেন শিক্ষকরা! দাবি না মানলে দেশজুড়ে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Logo অবশেষে জনপ্রশাসনে নতুন সচিব, দায়িত্বে এহসানুল হক Logo

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১১:২৭

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী তাদের নিজেদের হেফাজতেই রাখতে চায়, বেসামরিক কারাগারে পাঠাতে চায় না।

এই লক্ষ্যে, কোনো নির্দিষ্ট স্থাপনাকে ‘সাব-জেল’ বা উপকারাগার হিসেবে ঘোষণা করা হতে পারে। এর আগে ২০০৭-০৮ সালেও সংসদ ভবন এলাকায় দুটি বাড়িকে সাব-জেল ঘোষণা করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাখা হয়েছিল।

এদিকে, পরোয়ানাভুক্ত আরেকজন কর্মরত কর্মকর্তা, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং ৯ জন অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে সরকারি চাকরিতে থাকার যোগ্যতা হারানোর নতুন আইন নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন আইন অনুযায়ী, অভিযুক্ত হওয়ার পর এই ১৫ কর্মকর্তার চাকরি থাকবে কি না, সে বিষয়ে সেনাবাহিনী সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছে।

আরও পড়ুন