১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৬:১৭

শিরোনাম ‘সেফ এক্সিট’ আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক Logo নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল Logo ‘মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব’ Logo নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo

‘জুলাইযোদ্ধা’র সঙ্গে ধাক্কার জেরে অচল ময়মনসিংহ বিভাগের ৪ জেলা

‘জুলাইযোদ্ধা’র সঙ্গে ধাক্কার জেরে অচল ময়মনসিংহ বিভাগের ৪ জেলা

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১০:১৮

এক ‘জুলাইযোদ্ধা’র সঙ্গে বাসশ্রমিকের সামান্য ধাক্কাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ময়মনসিংহ বিভাগের চার জেলা (ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর) থেকে ঢাকাগামী সব বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এই অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

ঘটনার সূত্রপাত শুক্রবার (১০ অক্টোবর) রাতে। ‘জুলাইযোদ্ধা’ আবু রায়হানের সঙ্গে ধাক্কা লাগায় এক বাসশ্রমিক তাকে কটূক্তি করেন। এর প্রতিবাদে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র নেতাকর্মীরা বিক্ষোভ করলে পুলিশ অরুণ ঝন্টু নামে ওই শ্রমিককে আটক করে।

এর জেরে শনিবার পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে ধর্মঘট শুরু করেন। পরে ছাত্রনেতাদের দাবিতে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাস চলাচল বন্ধ রাখার সমঝোতা হলে, পরিস্থিতি কিছুক্ষণের জন্য শান্ত হয়।

কিন্তু এরপরই ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে ইউনাইটেড ও সৌখিনসহ সব বাস বন্ধের সিদ্ধান্ত আসায় সংকট আরও ঘনীভূত হয়। শ্রমিক আটকের প্রতিবাদে রোববার থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন