১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮:২৫

শিরোনাম ৩০৯ কোটি টাকা ক্ষতি, শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক Logo জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ Logo রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি Logo হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা: তাজুল ইসলাম Logo ‘সেফ এক্সিট’ আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক Logo নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল Logo ‘মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব’ Logo নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo

‘সেফ এক্সিট’ আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক

‘সেফ এক্সিট’ আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১৬:১৪

“আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, সুতরাং সেফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো”—এ কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

রোববার সকালে বরিশালে শিশুদের টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “রোগ হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।” বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজনে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে, যা গ্যাভির সহায়তায় বাংলাদেশ পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা ইতোমধ্যে পাকিস্তান, নেপালসহ আটটি দেশে সফলভাবে প্রয়োগ করা হয়েছে।

প্রথম ১০ দিন (১২–৩০ অক্টোবর) স্কুল-মাদরাসায় এবং পরবর্তী ৮ দিন (১–১৩ নভেম্বর) সরকারি-বেসরকারি টিকাকেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পেইনে টিকা নিতে পারবে, আর পথশিশুদের টিকাদান কার্যক্রমে যুক্ত থাকবে বিভিন্ন এনজিও।

সরকারের লক্ষ্য, মোট ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকার আওতায় আনা। এরই মধ্যে প্রায় ১ কোটি ৬৮ লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। জন্মসনদ না থাকলেও, নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণ সম্ভব।

আরও পড়ুন