১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৯:৫৯

শিরোনাম ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo ৩০৯ কোটি টাকা ক্ষতি, শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক Logo জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ Logo রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি Logo হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা: তাজুল ইসলাম Logo ‘সেফ এক্সিট’ আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক Logo নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল Logo ‘মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব’ Logo

রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি

রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১৬:৫০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছ করতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে। তিনি বলেন, “আমরা রাতের অন্ধকারে ভোট চাই না, চাই পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সবার দৃষ্টিগোচর নির্বাচন।”

রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসি বলেন, ভোট প্রক্রিয়ায় সম্ভাব্য চ্যালেঞ্জ যেমন নিরাপত্তা, পাহাড়ি এলাকায় সাম্প্রতিক সংঘর্ষ ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ইত্যুাদি বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ইন্টারনেট বন্ধের পক্ষে নন, তথ্যপ্রবাহ অব্যাহত রাখতে চান যাতে সবাই নির্বাচনের সঠিক খবর জানতে পারে।

সাংবাদিকদের প্রশ্নে এনসিপির প্রতীকের বিষয়ে সিইসি বলেন, “তালিকাভুক্ত প্রতীকের বাইরে কাউকে প্রতীক দেওয়া যায় না।” এনসিপির নেতাদের দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “তারা দেশের মঙ্গল ও গণতন্ত্র চান এবং নির্বাচনকে সুষ্ঠু করতে সম্মত হবেন।”

সিইসি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, কোনো ঘটনা প্রচারের আগে ফ্যাক্ট চেক করা জরুরি এবং নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “এটা একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচন পর্যন্ত অবৈধ অস্ত্র ব্যবহার রোধে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

শেষে তিনি বলেন, “চট্টগ্রামের ভোটের ইতিহাস বদলাতে চাই, যাতে আগের মতো পরিস্থিতি আর না হয়।”

আরও পড়ুন