১২ অক্টোবর ২০২৫, রবিবার, ২০:১৯

শিরোনাম ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo ৩০৯ কোটি টাকা ক্ষতি, শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক Logo জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ Logo রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি Logo হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা: তাজুল ইসলাম Logo ‘সেফ এক্সিট’ আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক Logo

‘দেশের সার্বিক পরিবর্তনে উত্তরাঞ্চলের বড় ভূমিকা রাখার সুযোগ আছে’

‘দেশের সার্বিক পরিবর্তনে উত্তরাঞ্চলের বড় ভূমিকা রাখার সুযোগ আছে’

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১৮:২২

বাংলাদেশের উত্তরাঞ্চলের সার্বিক পরিবর্তনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে জ্ঞানই হলো সবচেয়ে বড় শক্তি। এ ক্ষেত্রে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে।”

অনুষ্ঠানে রঙিন শোভাযাত্রা, বেলুন ও কবুতর উড়ানোর মাধ্যমে উদ্‌যাপন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ড. হোসেন জিল্লুর রহমান।

অনুষ্ঠানে উপাচার্য ড. শওকাত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ড. এম লুৎফর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রাশেদুল ইসলাম, দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এনামউল্যা, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামসহ অনেকে।

বক্তারা বিশ্ববিদ্যালয়টিকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন