১২ অক্টোবর ২০২৫, রবিবার, ২২:১০

শিরোনাম 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo ৩০৯ কোটি টাকা ক্ষতি, শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক Logo জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ Logo রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি Logo হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা: তাজুল ইসলাম Logo

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২০:০০

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়ায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) মাগরিবের নামাজের পর এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

আহতরা হলেন– মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)। তাদের সবাইকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে পেছন থেকে দুজনকে কামড় দেয়। এরপর এলোমেলোভাবে ছুটে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। শিয়ালটির আচরণ ছিল পাগলাটে ও অস্বাভাবিক। আতঙ্কিত এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, “শনিবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত সাতজনকে হাসপাতালে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন (র‍্যাবিস টিকা) দেওয়া হয়েছে।”

স্থানীয়দের আশঙ্কা, শিয়ালটি জলাতঙ্কে (র‍্যাবিস) আক্রান্ত ছিল। তারা এলাকায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন