ঢাকা জুড়ে মানববন্ধন করবে জামায়াত

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২১:৪৮
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দল আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকায় সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের মাধ্যমে পাঁচ দফা দাবি জানাবে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সনদে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির বিধান অন্তর্ভুক্ত করা, নির্বাচনের আগে গণভোট গ্রহণ, এবং ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনসমূহের কার্যক্রম বন্ধ করার দাবিও রয়েছে।
দলগুলো একযোগে ১৪ অক্টোবর ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরেও মানববন্ধন করবে এবং ১৫ অক্টোবর সব জেলা শহরেও একই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস সোমবার এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের মতামতকে সম্মান করে অবিলম্বে এই পাঁচ দফা মেনে নিতে হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দাবি আদায় না হলে জনগণ রাজপথ থেকে সরে যাবে না।
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তারা ইতোমধ্যেই স্মারকলিপি প্রদান এবং গণমিছিল করেছে, কিন্তু সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। তাই এবার বৃহত্তর মানববন্ধনের মাধ্যমে তাদের দাবিগুলো প্রকাশ করবে এই দলগুলো।
একই সাথে, দেশের ৬৪ জেলা প্রশাসকের কাছে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে এই পাঁচ দফার দাবি স্মারকলিপি আকারে উপস্থাপন করা হয়েছে।
দলগুলো মূলত সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে, যেখানে কয়েকটি দল শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। তবে সকলেই নির্বাচনের আগে গণভোট ও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নিষিদ্ধকরণ দাবিতে ঐক্যবদ্ধ।
আরও পড়ুন
- ১ পাকিস্তান-আফগানিস্তান -পাল্টা দাবিতে নতুন উত্তেজনা!
- ২ ‘শিশু নোবেলের’ জন্য মনোনয়ন পেল জামালপুরের তিন কিশোর-কিশোরী
- ৩ চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে, ডিসেম্বরেই চুক্তি
- ৪ আবুধাবিতে মসজিদ ভ্রমণে জুতার ট্রল, জবাব দিলেন সোনাক্ষী সিনহা
- ৫ দিল্লিতে এবার নারীদের নিয়েই সংবাদ সম্মেলন করলেন আফগান মন্ত্রী
- ৬ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
- ৭ সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি ব্লেড সজিব গ্রেফতার
- ৮ চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৬ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৭ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৮ বিভাগ আন্দোলন নিয়ে এবার কুমিল্লা-নোয়াখালী মুখোমুখি!
- ৯ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ১০ লাগাম ছাড়া স্বর্ণের বাজার, আবারও ভরিতে বাড়ল ১,৪৬৯ টাকা