১২ অক্টোবর ২০২৫, রবিবার, ২৩:৫৯

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

ঢাকা জুড়ে মানববন্ধন করবে জামায়াত

ঢাকা জুড়ে মানববন্ধন করবে জামায়াত

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২১:৪৮

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দল আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকায় সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের মাধ্যমে পাঁচ দফা দাবি জানাবে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সনদে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির বিধান অন্তর্ভুক্ত করা, নির্বাচনের আগে গণভোট গ্রহণ, এবং ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনসমূহের কার্যক্রম বন্ধ করার দাবিও রয়েছে।

দলগুলো একযোগে ১৪ অক্টোবর ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরেও মানববন্ধন করবে এবং ১৫ অক্টোবর সব জেলা শহরেও একই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস সোমবার এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের মতামতকে সম্মান করে অবিলম্বে এই পাঁচ দফা মেনে নিতে হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দাবি আদায় না হলে জনগণ রাজপথ থেকে সরে যাবে না।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তারা ইতোমধ্যেই স্মারকলিপি প্রদান এবং গণমিছিল করেছে, কিন্তু সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। তাই এবার বৃহত্তর মানববন্ধনের মাধ্যমে তাদের দাবিগুলো প্রকাশ করবে এই দলগুলো।

একই সাথে, দেশের ৬৪ জেলা প্রশাসকের কাছে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে এই পাঁচ দফার দাবি স্মারকলিপি আকারে উপস্থাপন করা হয়েছে।

দলগুলো মূলত সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে, যেখানে কয়েকটি দল শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। তবে সকলেই নির্বাচনের আগে গণভোট ও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নিষিদ্ধকরণ দাবিতে ঐক্যবদ্ধ।

আরও পড়ুন