১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৫:৫৮

শিরোনাম ‘মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব’ Logo নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo ঐতিহাসিক সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর, কিন্তু টেবিলে কি আসবে সব দল? Logo রায়ের দোরগোড়ায় শেখ হাসিনা, আজ থেকে শুরু যুক্তিতর্ক উপস্থাপন Logo

‘কয়েকজনের অপরাধে পুরো বাহিনীকে কলঙ্কিত করা যাবে না’- জামায়াত আমির

‘কয়েকজনের অপরাধে পুরো বাহিনীকে কলঙ্কিত করা যাবে না’- জামায়াত আমির

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১১:১১

গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর ‘কতিপয়’ কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান।

জামায়াত আমির বলেন, “দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন।” তবে তিনি এও বলেন, “সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না।”

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে তিনি জানান, “ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচারপ্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানাই।”

তিনি আশা প্রকাশ করে বলেন, স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা শাস্তি পেলে ভবিষ্যতে কেউ পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের ক্ষতি করতে সাহস পাবে না। এই পোস্টে তিনি আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চায়।

আরও পড়ুন