১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৫:৫৮

শিরোনাম ‘মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব’ Logo নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo ঐতিহাসিক সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর, কিন্তু টেবিলে কি আসবে সব দল? Logo রায়ের দোরগোড়ায় শেখ হাসিনা, আজ থেকে শুরু যুক্তিতর্ক উপস্থাপন Logo

না বিএনপি, না জামায়াত, ‘তৃতীয় জোটে’র দিকেই ঝুঁকবে এনসিপি?

না বিএনপি, না জামায়াত, ‘তৃতীয় জোটে’র দিকেই ঝুঁকবে এনসিপি?

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০৯:১৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে জটিল সমীকরণে পড়েছে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি এবং জামায়াতে ইসলামী—উভয় দলই এনসিপিকে জোটে পেতে আগ্রহী হলেও, দলটি কোনো দিকে যাবে তা নিয়ে নেতাদের মধ্যেই তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

গত শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত দলের নির্বাহী কাউন্সিলের সভায় এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

সূত্রে জানা গেছে, সভায় একটি অংশ জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার পক্ষে মত দেয়। আরেকটি অংশ বিএনপির সঙ্গে সমঝোতার কথা বলে। তবে, অধিকাংশ নেতাই বিএনপি-জামায়াতের বাইরে গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোকে নিয়ে একটি ‘তৃতীয় জোট’ গঠনের পক্ষে মত দিয়েছেন।

নেতারা মনে করছেন, জামায়াতের সঙ্গে গেলে দলের গায়ে ‘ডানপন্থি ট্যাগ’ লাগতে পারে। অন্যদিকে, বিএনপির সঙ্গে জোটে আসন পেলেও, দলটির স্থানীয় ‘বিদ্রোহী’ প্রার্থীদের কারণে জয় পাওয়া কঠিন হবে। তাই দলের ‘মধ্যপন্থী’ স্বকীয়তা ধরে রাখতে তৃতীয় জোট গঠনই সেরা বিকল্প হতে পারে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জোটের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিভিন্ন দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন