১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৫:৫৮

শিরোনাম ‘মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব’ Logo নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo ঐতিহাসিক সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর, কিন্তু টেবিলে কি আসবে সব দল? Logo রায়ের দোরগোড়ায় শেখ হাসিনা, আজ থেকে শুরু যুক্তিতর্ক উপস্থাপন Logo

‘সেনাবাহিনীর একাংশ জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরাতে চায়’: ভিপি নুর

‘সেনাবাহিনীর একাংশ জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরাতে চায়’: ভিপি নুর

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১০:০৩

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, সেনাবাহিনীর একটি অংশ জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দিয়ে দেশে পুনরায় ‘ফ্যাসিবাদ’ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। এর আগে তিনি গত আগস্টে তার ওপর হওয়া হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠক করেন।

নুর বলেন, “গণ অধিকার পরিষদের ওপর হামলা করা হয়েছিল সেনা কর্মকর্তাদের একটি অংশের নির্দেশে। তারাই এখন জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে জায়গা করে দিতে চাইছে।”

এর আগে, আজ বিকেলে পুলিশ কাকরাইলে জাতীয় পার্টির একটি সমাবেশ করতে না দেওয়ায়, নুর পুলিশের এই ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “তারা (জাতীয় পার্টি) বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল। পুলিশ তাদের সে সুযোগ দেয়নি, বিষয়টি ইতিবাচক।”

উল্লেখ্য, গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে এক সংঘর্ষে নুরুল হক নুর গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্তেই এই কমিশন গঠিত হয়েছে।

আরও পড়ুন