১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১৭:৫৯

শিরোনাম ৩০৯ কোটি টাকা ক্ষতি, শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক Logo জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ Logo রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি Logo হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা: তাজুল ইসলাম Logo ‘সেফ এক্সিট’ আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক Logo নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল Logo ‘মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব’ Logo নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১৫:৪৯

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ৭ শ্রমিক। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। দগ্ধ শ্রমিকদের মধ্যে গুরুতর তিনজন হলেন: মোজাম্মেল হোসেন (১৯), হোসেন আলী (২৪) ও তাইজুল ইসলাম (২৫)। বাকি চারজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুইজনের শরীরের প্রায় ৬০ ভাগ ও এক জনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল। পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের কাজ চলছিল সেখানে। অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা কাজ করছিলেন, তখনই হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন