১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০১:৫২

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

পাকিস্তান-আফগানিস্তান -পাল্টা দাবিতে নতুন উত্তেজনা!

পাকিস্তান-আফগানিস্তান -পাল্টা দাবিতে নতুন উত্তেজনা!

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২৩:৫০

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত থেকে আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ সীমান্তজুড়ে এই লড়াই চলে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) আজ রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, এই সংঘর্ষে তাদের অন্তত ২৩ জন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে, তাদের পাল্টা হামলায় অন্তত ২০০ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৯ অক্টোবর পাকিস্তানের কাবুলে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

এই তীব্র উত্তেজনার মধ্যেই আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক নতুন দাবি তুলেছেন। তিনি পাকিস্তানকে অভিযুক্ত করে বলেছেন, “পাকিস্তানের উচিত সেখানে লুকিয়ে থাকা আইএস (আইএসআইএস) সদস্যদের তার ভূখণ্ড থেকে বহিষ্কার করা অথবা তাদের ইসলামিক আমিরাতের কাছে হস্তান্তর করা।”

এই নজিরবিহীন সংঘর্ষ এবং পাল্টাপাল্টি অভিযোগে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে এবং একটি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন