১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০০:৫৪

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসিরকে অব্যাহতি

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসিরকে অব্যাহতি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:২৬

গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।

রোববার (১২ অক্টোবর) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা মিলেছে। ফলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে সাময়িকভাবে সকল সাংগঠনিক দায়িত্ব ও কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো, যা রোববার থেকেই কার্যকর হবে।"

এ আদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, মুনতাসির মাহমুদকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না। এ বিষয়ে তাকে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে জবাব জমা দিতে হবে।

আরও পড়ুন