১২ অক্টোবর ২০২৫, রবিবার, ২৩:৫৭

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

ভারত থেকে আনা ক্যান্সার ইনজেকশন ও স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ভারত থেকে আনা ক্যান্সার ইনজেকশন ও স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২১:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার ভারত সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার আমতলী এলাকা থেকে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ক্যান্সারসহ বিভিন্ন রোগের ইনজেকশন, স্মার্টফোনের ডিসপ্লে এবং পেঁয়াজের বীজ।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ২৫ ব্যাটালিয়নের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। রোববার (১২ অক্টোবর) বিকেলে ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, চোরাচালান ও সীমান্তবর্তী অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি দল আমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহজনক পিকআপ ভ্যান আটক করে।

তল্লাশির সময় গাড়ির ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায়: ৭,১১৮টি স্মার্টফোনের ডিসপ্লে, ৮,৩১৬টি ইনজেকশন (ক্যান্সারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত),১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ।

চোরাচালানি চক্র এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এনে দেশের ভেতরে বিক্রির পরিকল্পনা করছিল বলে ধারণা করছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও বলেন, জব্দকৃত চোরাই পণ্যের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা। এসব পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন