ঝিনাইদহে কাঠের আড়ত থেকে বস্তাবন্দি যুবতির লাশ উদ্ধার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:৪৩
ঝিনাইদহ শহরের গোবিনাথপুর এলাকায় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তাছলিমা খাতুন (৩০)। তিনি গোবিনাথপুর গ্রামের বাসিন্দা ও লাল মিয়ার স্ত্রী। রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ছাগল প্রজনন কেন্দ্রের পাশে একটি কাঠের আড়তের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে তাছলিমা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ছেলে খোঁজাখুঁজি করতে গিয়ে রাত ৮টার দিকে ছাগল প্রজনন কেন্দ্র সংলগ্ন একটি কাঠের আড়তের ভেতরে একটি বস্তায় মায়ের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় সাবেক কমিশনারকে জানানো হয়, তিনিই প্রথমে প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ, র্যাব ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আড়ত ঘিরে রাখে এবং মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তাছলিমাকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে গুমের চেষ্টা করা হয়েছিল।
ঘটনার পর থেকেই নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন। তিনি গোবিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, লাল মিয়া প্রায়ই তাছলিমাকে মারধর করতেন, এবং তাদের সংসারে দাম্পত্য কলহ লেগেই থাকত।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, কাঠের আড়তটি নিহত তাছলিমার স্বামী লাল মিয়ার। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”
নিহত তাছলিমার সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে হত্যার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন
- ১ ইউরোপকে ‘না’, আমেরিকাকে ‘শর্তসাপেক্ষে হ্যাঁ’!
- ২ এনসিপি'র নিশানায় এবার রিজওয়ানা হাসান!
- ৩ ফেসবুকে এসে কীসের ব্যাখ্যা দিলেন সারজিস?
- ৪ পাকিস্তান-আফগানিস্তান -পাল্টা দাবিতে নতুন উত্তেজনা!
- ৫ ‘শিশু নোবেলের’ জন্য মনোনয়ন পেল জামালপুরের তিন কিশোর-কিশোরী
- ৬ চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে, ডিসেম্বরেই চুক্তি
- ৭ আবুধাবিতে মসজিদ ভ্রমণে জুতার ট্রল, জবাব দিলেন সোনাক্ষী সিনহা
- ৮ দিল্লিতে এবার নারীদের নিয়েই সংবাদ সম্মেলন করলেন আফগান মন্ত্রী
- ১ স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ল পরকীয়া, জানালায় উঁকি দিয়েই সব ফাঁস
- ২ অপহরণের মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা লিপটন
- ৩ স্বর্ণের দাম: কেন বাড়ছে সোনার মূল্য এবং এর পেছনের আসল কারণ
- ৪ বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না: শ্রম উপদেষ্টা
- ৫ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, বাদ ইসফাক আহসান
- ৬ শক্তিশালী দল নিয়ে ঢাকায় হংকং, ১৩ জনই চাইনিজ লিগের
- ৭ নারী বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
- ৮ বিভাগ আন্দোলন নিয়ে এবার কুমিল্লা-নোয়াখালী মুখোমুখি!
- ৯ পুরোনো প্রথাতেই নতুন ২ টিভির লাইসেন্স দিল অন্তর্বর্তী সরকার
- ১০ নওগাঁয় ফসলি জমি গিলে খাচ্ছে পুকুর