১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০০:৫৫

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

ঝিনাইদহে কাঠের আড়ত থেকে বস্তাবন্দি যুবতির লাশ উদ্ধার

ঝিনাইদহে কাঠের আড়ত থেকে বস্তাবন্দি যুবতির লাশ উদ্ধার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:৪৩

ঝিনাইদহ শহরের গোবিনাথপুর এলাকায় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তাছলিমা খাতুন (৩০)। তিনি গোবিনাথপুর গ্রামের বাসিন্দা ও লাল মিয়ার স্ত্রী। রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ছাগল প্রজনন কেন্দ্রের পাশে একটি কাঠের আড়তের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে তাছলিমা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ছেলে খোঁজাখুঁজি করতে গিয়ে রাত ৮টার দিকে ছাগল প্রজনন কেন্দ্র সংলগ্ন একটি কাঠের আড়তের ভেতরে একটি বস্তায় মায়ের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় সাবেক কমিশনারকে জানানো হয়, তিনিই প্রথমে প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ, র‌্যাব ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আড়ত ঘিরে রাখে এবং মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তাছলিমাকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে গুমের চেষ্টা করা হয়েছিল।

ঘটনার পর থেকেই নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন। তিনি গোবিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, লাল মিয়া প্রায়ই তাছলিমাকে মারধর করতেন, এবং তাদের সংসারে দাম্পত্য কলহ লেগেই থাকত।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, কাঠের আড়তটি নিহত তাছলিমার স্বামী লাল মিয়ার। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”

নিহত তাছলিমার সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে হত্যার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন