১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ০০:৫৩

শিরোনাম প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Logo চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo

ঢাকা-ময়মনসিংহ রুটে ধর্মঘট প্রত্যাহার

ঢাকা-ময়মনসিংহ রুটে ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২২:২১

জনভোগান্তির কথা বিবেচনা করে ময়মনসিংহে চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জেলার আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

রোববার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জেলা প্রশাসক মুফিদুল আলম, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, যাত্রীর সঙ্গে ইউনাইটেড পরিবহনের এক চালক ও হেল্পারের বিরোধের জেরে শুক্রবার থেকে ঢাকা-ময়মনসিংহসহ পাঁচ জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয় ময়মনসিংহ মোটরযান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল মাসকান্দা বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা আবু রায়হানকে নাজেহাল করার অভিযোগ।

এ ঘটনায় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ইউনাইটেড পরিবহনের মালিক আমিনুল হক শামীমের ১৬টি বাস বন্ধের দাবি ওঠে মুক্তিযোদ্ধা ও এনসিপি নেতাদের পক্ষ থেকে। পরে প্রশাসনের নির্দেশে ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরই প্রতিবাদে মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।

সর্বশেষ আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতায় পৌঁছালে ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং সোমবার সকাল থেকে বাস চলাচল পুনরায় শুরু হবে বলে জানানো হয়।

আরও পড়ুন