১২ অক্টোবর ২০২৫, রবিবার, ২৩:০১

শিরোনাম চট্টগ্রাম বন্দরসহ তিন টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে: নৌসচিব Logo শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo ৩০৯ কোটি টাকা ক্ষতি, শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক Logo

দেশে ১১ দিনে এলো ৯৯ কোটি ডলার

দেশে ১১ দিনে এলো ৯৯ কোটি ডলার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ২০:৩০

চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ৯৮ লাখ ডলার দেশে এসেছে।

গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে। তখন রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। শুধু ১১ অক্টোবর একদিনেই এসেছে ১৮ কোটি ৩০ লাখ ডলার, যা এক দিনের হিসাবে উল্লেখযোগ্য।

চলতি অর্থবছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার। যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৪০ শতাংশ বেশি। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন