১২ অক্টোবর ২০২৫, রবিবার, ২২:০০

শিরোনাম 'মানবতাবিরোধী অপরাধে' অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের Logo ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা Logo শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ Logo ৩০৯ কোটি টাকা ক্ষতি, শেখ হাসিনাসহ ১৭ জনের নামে মামলা করবে দুদক Logo জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ Logo রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি Logo হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা: তাজুল ইসলাম Logo

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ১৮:৫০

বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করতে যাচ্ছেন শিক্ষকরা।

রোববার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি জানান, মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান, শিক্ষকদের ওপর হামলার বিচার এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে আগামীকাল সোমবারের মধ্যে দাবি পূরণের প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। পূর্বঘোষণা অনুযায়ী, দাবি আদায় না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ক্লাস বর্জনের কর্মসূচি নেওয়ার কথা থাকলেও রোববার শিক্ষক ও পুলিশ সংঘর্ষ এবং শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে।

এ সময় আন্দোলনকারী শিক্ষকরা বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা অগ্রহণযোগ্য। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই।”

জোটের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন