১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৬

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন জামিনে মুক্ত

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন জামিনে মুক্ত

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২১:০৫

সাংবাদিক অপহরণ ও নির্যাতনচেষ্টা মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রাম কারাগার থেকে তিনি ছাড়া পান।

কুড়িগ্রাম কারাগারের জেলার এজি মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনায় তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ চার কর্মকর্তার বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।

আরও পড়ুন