১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:০৮

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব

সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০০

দুর্নীতি দমন কমিশন (দুদক) নীতিমালা ভঙ্গ করে উচ্চমূল্যের ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ তদন্তের জন্য সাবেক দুই কমিশনারসহ ১২ জন সচিব পদমর্যাদার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদ অনুসন্ধান দলের একটি রুটিন কার্যক্রম হিসেবে চলছে। তলবকৃতদের মধ্যে দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহরুল হক, পাশাপাশি সাবেক সচিব মো. ইউনুসুর রহমান, এম এ কাদের, ড. এম আসলাম আলম, আখতারী মমতাজ, মো. সিরাজুল হক খান, সৈয়দ আমিনুল ইসলাম, অধ্যাপক নেহাল আহমেদ, মো. আনিছুর রহমান এবং এস এম গোলাম ফারুক রয়েছেন। তাদের ১৭, ১৮ ও ২১ সেপ্টেম্বর বিভিন্ন দিন জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদকের মতে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় সরকারি নীতিমালা ভেঙে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘দিনের ভোট রাতে নেওয়ার’ সঙ্গে জড়িত থাকার পুরস্কার হিসেবে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়।

ধানমন্ডির ৬/১ ঠিকানায় সরকারি খাস জমির ওপর নির্মিত ১৪ তলা ভবনের ১৮টি ফ্ল্যাটের মধ্যে ৬০ শতাংশ সরকারি ও ৪০ শতাংশ বেসরকারি কোটায় বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নীতিমালা অমান্য করে ১২টি ফ্ল্যাট উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দুদকের সাবেক দুই কমিশনার দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট পেয়েছেন।

আরও পড়ুন