জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১৭
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কমিশনের প্রস্তাব ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কমিশনের সদস্যরা জানান, শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া হবে। এ বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে আগামী রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশও উপস্থাপন করা হয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম ম্যান্ডেটগুলোর একটি হলো সংস্কার। নির্বাচন ও বিচারের মতো গুরুত্ব দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি দেখতে হবে। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে আগামীর বাংলাদেশের দিক নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই মৌলিক সংস্কারগুলো দ্রুত চূড়ান্ত করা জরুরি।
বৈঠকে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
আরও পড়ুন
- ১ শাহজাহানপুরে গুলিতে আহত দুই যুবক
- ২ জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ৩ ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন
- ৪ সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা
- ৫ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতির আশা নেই
- ৬ জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির
- ৭ জাকসু নির্বাচনের ফল আসতে পারে শুক্রবার
- ৮ মাদককাণ্ডে নাম জড়ানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি: সাফা কবির
- ১ ঈদে মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
- ২ বাংলাদেশ সেনাবাহিনী: ইতিহাস, গৌরব ও ভবিষ্যৎ
- ৩ ডাকসু নির্বাচন: ৫ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা
- ৪ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ৫ ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেল প্রার্থীদের শপথ আজ
- ৬ অ্যাকশন–স্টাইলে ফিরছেন আল্লু অর্জুন
- ৭ বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- ৮ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯ ডিএমপির পাঁচ পরিদর্শককে বদলি
- ১০ আওয়ামী লীগের সাথে আঁতাত হলে প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক